এর আগে বিকেল ৫টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা আরডিআরএস মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত সারেজা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টিঅ্যান্ডটি পাড়ার শহর উদ্দিনের স্ত্রী।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান আতি বাংলানিউজকে জানান, রাতে কাজ শেষে রিকশায় করে বাড়ি ফিরছিলেন সারেজা বেগম। পথে আরডিআরএস মোড়ে এলে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে তার।
এ অবস্থায় স্থানীয়রা সারেজাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসআই