কর্মীরাও ব্যস্ত সময় পার করছেন মেলার আগেই নতুন বইগুলো পাঠকদের কাছে পৌঁছে দিতে।
বাংলাবাজারের বাঁধাইশিল্পী শাহজাহান হোসেন বলেন, ‘আমার বিদ্যাপ্রকাশ বাঁধাইঘরে সারা বছর পাঁচজন শ্রমিক কাজ করেন।
সরেজমিনে দেখা গেছে, বাংলাবাজারের বইপাড়া থেকে শুরু করে কাঁটাবনের সর্বত্র ব্যস্ততার চিত্র। বইমেলার প্রস্তুতির অংশ হয়ে দাঁড়িয়েছে এসব এলাকা। মেলা উপলক্ষে এক একজন প্রকাশক ৬০ থেকে ৮০টি পর্যন্ত বই প্রকাশের কাজ করছেন।
কয়েকজন প্রকাশক বলেন, ‘মেলাকে কেন্দ্র করেই মূলত ব্যবসা জমে ওঠে। সারা বছর যে কাজ করি, এ তিন মাসেই তার দ্বিগুণ কাজ হয়। ব্যস্ততা থাকলেও আয় অনেক বেশি হয়’।
লেখক মুকসুদ আহমেদ বলেন, অল্প সময়ে বেশি বই প্রকাশ করতে গিয়ে ব্যস্ততা বেড়ে যায়।
কবিতার বই নিয়ে মেলায় আসছেন নতুন লেখক আরিফুল ইসলাম। তিনি বাংলানিউজকে বলেন, ‘এ বইমেলায় আমার প্রথম কবিতার বই আসছে। বইটি প্রকাশের কাজ নিয়েই বাংলাবাজারে এসেছি। আগামী দিনে আরও ভালো বই আনবো, যদি পাঠকের ভালো সাড়া পাই’।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসটি/এএসআর