আশুলিয়া, সাভার: আশুলিয়ার মোজারমেল এলাকায় যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৪ যাত্রী।
রোববার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোলায়মান হোসেন বাংলানিউজকে জানান, সকালে পলাশ পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে নবীনগরের দিকে যাচ্ছিল।
পথে মোজারমেল এলাকায় অপর একটি বাসের ধাক্কায় এই বাসটি রোড ডিভাইডারের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এসময় আহত হন ১৪ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। বাসটিও উদ্ধার করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।