ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে বাসচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
গোয়ালন্দে বাসচাপায় ব্যবসায়ী নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে বাসের চাপায় অধীর বিশ্বাস (৬০) নামে এক বই ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অধীর বিশ্বাস রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজন বাড়ি এলাকার বাসিন্দা।

নিহতের ছেলে আকাশ বিশ্বাস বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে তার বাবা ঢাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। শনিবার রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার উদ্দেশে তিনি ফেরিতে করে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে আসেন।

সেখান থেকে মাহেন্দ্র গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী লালন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সতত্যা নিশ্চিত করে আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।