ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ফেনসিডিলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
দিনাজপুরে ফেনসিডিলসহ যুবক আটক

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার খানপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ মো. আশরাফুল (২৮) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

রোববার (২৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আশরাফুল একই এলাকার বাসিন্দা।

দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আশরাফুল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।