রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সফরে ভারতের হাইকমিশনার শ্রিংলা রাজশাহী শহরের উন্নয়নে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।
বিকেলে পৌঁছেই ভারতীয় হাইকমিশনার প্রথমে রাজশাহী নগর ভবন পরিদর্শন করবেন। এখানে তিনি স্বাক্ষর করবেন ‘রাজশাহী শহর টেকসই উন্নয়ন’ শীর্ষক ওই সমঝোতা স্মারকে। ভারত সরকার এই প্রকল্পের জন্য ২১ কোটি ৯৫ লাখ টাকার আর্থিক সহযোগিতা দিচ্ছে।
এই সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানের পর রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনারকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
পরে শ্রিংলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার (৩০ জানুয়ারি) ভারতীয় হাইকমিশনার রাজশাহীর চারঘাটের সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি পরিদর্শন করবেন।
সেখানে ভারতের উদ্যোগে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ বিল্ডিং ও একটি আইটি সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুলিশ একাডেমি পরিদর্শনের পর ভারতীয় হাইকমিশনার নাটোরের জয় কালীবাড়ি মন্দির পরিদর্শন করবেন।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসএস/এইচএ/