ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘জলবায়ু তহবিলে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
‘জলবায়ু তহবিলে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না’ সোনারগাঁও হোটেলে আয়োজিত কর্মশালায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত/ছবি: আনোয়ার হোসেন রান‍া

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক মহলের যথাযথভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফাইনান্সিং ফর ক্লাইমেট রিসাইলেন্স পজেক্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহল থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য দেশীয় ফান্ডে যে পরিমাণ অর্থ আসার কথা তা পাওয়া যাচ্ছে না।

বরং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সরকার তার চেয়ে বেশি অর্থ খরচ করছে।

তিনি বলেন, জাতিসংঘের বড় বড় দেশগুলোর নানা জটিলতার কারণে জয়বায়ু পরিবর্তনে আর্থিক সহযোগিতা তেমন পাওয়া যাচ্ছে না। বিভ্ন্নি দেশের মতো বিশ্ব জলবায়ু পরিবর্তনের সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতে হবে।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বড় বড় দেশগুলো বিদ্যুৎ উৎপাদনে যে কার্বন বা ফুয়েল ব্যবহার করে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে বাংলাদেশে। এতে ক্ষতির পরিমাণও বেশি। তাই, সমস্যা মোকাবেলায় উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের তহবিল বাড়ানো উচিত।

দেশে সোলার এনার্জি ব্যবহারে ৬০ শতাংশ খরচ কম পড়ে। তাই সরকার প্রতিশ্রুতিবদ্ধ পরিবেশবান্ধব প্রকল্প বাড়াচ্ছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে প্রকৃতির ওপর যে প্রভাব পড়বে তার জন্য প্রস্তুতি নিতে হবে।   জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিদেশি সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তাই বাংলাদেশের জলবায়ু হুমকির মুখে।

সরকার পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
ওএফ/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।