ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে অসহায় রোগীদের পাশে তরুণ চিকিৎসকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বান্দরবানে অসহায় রোগীদের পাশে তরুণ চিকিৎসকরা বান্দরবানে অসহায় রোগীদের পাশে তরুণ চিকিৎসকরা-ছবি: বাংলানিউজ

বান্দরবান: ‘আসুন চিকিৎসা বঞ্চিতদের পাশে দাঁড়াই আমরা’- স্লোগানে চিকিৎসা বঞ্চিত অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়িয়েছে বান্দরবানের তরুণ চিকিৎসকরা।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা শহরের বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে স্থানীয় সমাজসেবী সংগঠন মরহুম আবদুস সালাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- আবদুস সালাম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলার বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন মেম্বার, ব্যবস্থাপনা পরিচালক ডা. খালেদা আক্তার শিমু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক ডা. খালেদা আক্তার শিমু বাংলানিউজকে জানান, পার্বত্য এলাকার চিকিৎসা বঞ্চিত অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে একঝাঁক তরুণ চিকিৎসক উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতে সংগঠনের এ কার্যক্রম পর্যায়ক্রমে জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে আয়োজন করা হবে। যাতে অসহায় রোগীরা চিকিৎসা সেবা পায়।

তিনি আরও জানান, দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে বান্দরবান ও চট্টগ্রামের ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক নারী ও শিশুদের চিকিৎসা সেবা দেন। এছাড়াও শিশুদের খৎনা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।

ভবিষ্যতেও তরুণদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আবদুস সালাম স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডা. খালেদা আক্তার শিমু।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।