ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে প‍ৃথক ঘটনায় ৩৪টি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
পিরোজপুরে প‍ৃথক ঘটনায় ৩৪টি দোকান পুড়ে ছাই

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলায় পৃথক দু’টি অগ্নিকাণ্ডে ৩৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশাওতোষ বেপারী বাংলানিউজকে জানান, শনিবার রাতে দীর্ঘা ইউনিয়নের গোবর্ধণ বিকাশ চক্রবর্তীর সারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহ‍ুর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর সুযোগ না থাকায় স্থানীয়রা তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, রাতে মঠবাড়িয়া উপজেলার সাফা বাজারে‍ মনির হোসেনের খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে দু’টি হোটেল, একটি ইলেকট্রনিক্সের দোকান, একটি মুদির দোকান, দুইটি রেস্টুরেন্ট ও তিনটি চায়ের দোকান পুড়ে যায়। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের সাব কর্মকর্তা মো. আব্দুল হক বাংলানিউজকে জানান, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।