ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আনান কমিশন কক্সবাজারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আনান কমিশন কক্সবাজারে

ঢাকা: জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের কমিশনের তিন সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারে গিয়েছে। মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা নির্যাতনের শিকার রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে তারা সেখানে ঘুরে বেড়াবেন।

প্রতিনিধিদলের সদস্য দুই মায়ানমারের নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাসান সালামে শনিবার (২৮ জানুয়ারি) ঢাকায় আসেন। তারা রোববার বিকেল ও সোমবার দিনব্যাপী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বিশেষ করে সম্প্রতি পালিয়ে আসা প্রায় ৭০ হাজার রোহিঙ্গার অবস্থা জানতে চাইবেন।

স্থানীয় প্রশাসন, জাতিসংঘ ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও তারা কথা বলবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বুধবার তারা পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এ বিষয়ে তারা একটি মতবিনিময় সভাতেও অংশ নেবেন।

পরে তারা রিপোর্ট দেবেন কমিশনের কাছে। যা প্রায় ছয় মাস পর প্রকাশিত হবে।

ইতোপূর্বে এই কমিশনের প্রধান কফি আনানসহ অন্য প্রতিনিধিরা মায়ানমারের রাখাইন রাজ্যও সফর করে।
 
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।