ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

রাঙামাটি: এটিএন বাংলার নিজস্ব প্রতিবেদক কাজী ইহসান বিন দিদার ও তার ক্যামেরাম্যান আব্দুল আলীমকে শাহবাগে পুলিশ সদস্য কর্তৃক মারধর ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাঙামটিতে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিলটন বড়ুয়া, সাংবাদিক মাহবুব ইসলাম, এটিএন বাংলার প্রতিবেদক পুলক চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশম সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।