রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেল্লাল হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ দুই মাসের জন্য উচ্চ আদালতের জামিনে ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই মঠবাড়িয়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের অনুসারী যুবলীগ কর্মী লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসসহ ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরএ