ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বান্দরবানে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

বান্দরবান: ‘কুষ্ঠ রোগে বালক-বালিকায় আর কোন প্রতিবন্ধীতা নয়’ এ স্লোগান নিয়ে বান্দরবানে বিশ্ব কুষ্ঠ দিবস ২০১৭ পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৯ জানুয়ারি) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও লেপ্রসি মিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। ৠালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন-বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর-রশীদ, সিভিল সার্জন উদয় শংকর চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।