ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবি ইউপি সচিবদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবি ইউপি সচিবদের বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির অবস্থান কর্মসূচি/ছবি: কাশেম হারুন

ঢাকা: সরকারি কোষাগার থেকে বেতনভাতা দেওয়াসহ তিন দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)। রোববার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে দাবিগুলো উত্থাপন করে সংগঠনটি।

বাপসা’র ব্যানারে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন সারা দেশ থেকে আগত ইউনিয়ন পরিষদের সচিবরা।

তাদের অন্য দুটি দাবি হলো-  ইউপি সচিবদের পদবী পরিবর্তন পূর্বক (মুখ্য কর্মকর্তা) ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তার মর্যাদা প্রদান এবং ইউপি সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন সুবিধা প্রদান।

অবস্থান কর্মসূচিতে বাপসার সভাপতি শেখ হাবিবুর রহমান বলেন, ইউনিয়ন পর্যায়ে এমন কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই যেখানে ইউনিয়ন পরিষদের ছোঁয়া পাওয়া যাবে না। এই সকল কাজে সবচেয়ে অবদান বেশি হলো ইউপি সচিবদের। ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন অফিস ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালনসহ বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে হয়।

তিনি বলেন, এতসব দায়িত্ব পালন করা সত্ত্বেও বাংলাদেশে ৪৫৭১ জন ইউপি সচিবকে মাস শেষে বেতন নিতে হলে কেন্দ্রীয় সরকারের বরাদ্দপত্র, উপজেলা প্রশাসনের বরাদ্দপত্র এবং বরাদ্দের খাত অনুসন্ধান করতে হয়। সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা থেকে ইউপি সচিবরা বঞ্চিত। চাকরি শেষে নিজের এবং পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য নেই কোন পেনশন ব্যবস্থা। যদিও অবসরকালীন কিছু টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে কিন্তু সেই টাকা উত্তোলনে সচিবদের পাহাড়সম বিড়ম্বনার মুখোমুখি হতে হয়।

অবস্থান কর্মসূচিতে বাপসার  মহাসচিব মো. মাসুদ পারভেজ, আতাউল করিম, মো. জিয়াউর রহমান, মো. মাহাবুবুল আলমসহ সারা দেশ থেকে আগত দুই শতাধিক ইউনিয়ন পরিষদের সচিবরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।