ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গ্রাম্য আদালতে জরিমানার অর্থ বৃদ্ধির দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
গ্রাম্য আদালতে জরিমানার অর্থ বৃদ্ধির দাবি সংবাদসম্মেলনে বক্তারা, ছবি: হারুন

ঢাকা: গ্রামগঞ্জে স্থানীয় সরকারের অধীনে চলা গ্রাম্য আদালতে সালিশের মাধ্যমে যে জরিমানা করা হয় তার অর্থের পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়েছে স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ বাংলাদেশ।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

অ্যাডভোকেসি গ্রুপ পরামর্শ দিয়েছে, এই জরিমানার অর্থের পরিমাণ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা যেতে পারে।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি স্বপন কুমার দাস বলেন, সংবিধান অনুযায়ী দেশের স্থানীয় সরকার আইনসমূহ প্রণীত হয়নি এবং প্রতিটি প্রশাসনিক স্তরের কর্মকাণ্ড স্থানীয় সরকারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে না। তাছাড়া সম্মানী ভাতার ক্ষেত্রেও অনেক বৈষম্য রয়েছে। উপজেলা চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়রসহ অন্যদের বেতন কাঠামো আর ইউনিয়নের মেম্বারের বেতন কাঠামোতে অনেক বৈষম্য।

তিনি বলেন, স্থানীয় সরকার আইনের কিছু কিছু ধারা সংশোধন করতে হবে।

আওয়ামী সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্থানীয় সরকার কাঠামো গড়ে তোলার কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ সিদ্দিকী, কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার, সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম জাহাঙ্গীর ও সহ-সভাপতি আব্দুল হান্নান শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।