মন্ত্রী বলেন, আমাদের দেশের নিরাপত্তা বাহিনী অনেক দক্ষ, তাদের জনবলের পাশাপাশি সক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে এবং আরো করা হবে। পুলিশ-র্যাব-বিজিবির পাশাপাশি কোস্টগার্ডকেও শক্তিশালী করা হচ্ছে।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরের রুপাতলীর র্যাব-৮ এর সদর দপ্তরে দস্যু জাহাঙ্গীর বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখনো দস্যুতায় সক্রিয় রয়েছেন তাদের আবারো বলছি স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আমরা রক্ত ঝড়াতে চাইনা।
অপার সম্ভাবনাময় সুন্দরবন শুধু মৎসজীবী ও বনজীবীদের জন্যই নয় বিশ্ববাসীর জন্য নিরাপদ করে তোলা হচ্ছে। এটিকে পর্যটকবান্ধব করে তোলা হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দস্যুদের মদদ দিচ্ছেন তাদেরও আইনের আওতায় আনা হবে। আজ জাহাঙ্গীর বাহিনী যেসব অস্ত্র জমা দিয়েছে, তা অত্যাধুনিক, অনেক দামী এসব অস্ত্র তাদের হাতে কীভাবে গেল তাও খোঁজ নেওয়া হচ্ছে। তাদের যারা সাহায্য করছে তারাও আমাদের মাঝেই রয়েছে, প্রত্যেককে খুঁজে আইনের আওতায় আনা হবে।
আমরা জঙ্গি দমন করতে সক্ষম হয়েছি, রক্তপাতহীনভাবে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, যে কোন মূল্যে আমরা সুন্দরবন নিরাপদ করছি এবং করবো।
আসাদুজ্জামান খাঁন বলেন, যারা আত্মসমর্পণ করেছেন তারা যাতে সুন্দরভাবে থেকে খেয়ে জীবনযাপন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী তাদের পুনর্বাসনে আর্থিক সহায়তা করা হয়েছে।
মাস্টার বাহিনীর এক সদস্য সরাসরি অভিযোগ করেছেন, তিনি যে চেয়ারম্যানের জন্য দস্যুতার পথ বেছে নিয়েছিলেন, ফিরে আসার পর তাকে আবারো নানান ভাবে হয়রানি করছেন তিনি। স্থানীয় প্রশাসনকে বলবো, এসব বিষয়ে খেয়াল রাখতে।
অনুষ্ঠানে ব্যার-৮ এর বরিশাল অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান, র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন, বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, পুশিল সুপার এস এম আক্তারুজ্জামান, র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবীর প্রমুখ।
** সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর ২০ সদস্যের আত্মসমর্পণ
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএস/আরএ