অসুস্থরা হলেন- সানজিদা, শাহানাজ, শেফালী, ইভা, সোহাগ, মৌসুমী, কাজলী, সালমা, শিউলী, রেনু, মিনারা, আমেনা, লতা, স্বপ্না, তাসনু, ঝর্না, সোনিয়া, নুরুন্নাহার, ইয়ানুর বেগম।
রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডেনিসন অ্যাটায়ার্স লিমিটেড নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
তাদের প্রত্যেকের বয়স ২০ হতে ২৫। এদের মধ্যে রেনু ও ইয়ানুর বেগমের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেনিসন অ্যাটায়ার্সের সুইং সেকশনের অপারেটর মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, চলতি মাসে প্রচুর নাইট ডিউটি করা ও রাতের বেলায় নিম্ন মানের খাবার খাওয়ার ফলে সবাই অসুস্থ হয়ে পড়েছেন।
৩শ’ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পঞ্চমী গোস্বামী বাংলানিউজকে জানান, তৈলাক্ত খাবার, ঠিকমতো না ঘুমানোসহ অ্যাসিডিটির কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি ও জিএম ফারুক বাংলানিউজকে জানান, শ্রমিকরা অতিরিক্ত ওভারটাইম ও টাকা জমাতে গিয়ে শ্রমের বিপরীতে যতটুকু প্রোটিন কিংবা খাবার গ্রহণ করা প্রয়োজন সেটা তারা করে না। এ কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসআরএস/এমজেএফ