ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
রাজধানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

ঢাকা: রাজধানীতে  স্বামী নূরে আলমের বিরুদ্ধে  স্ত্রী তাসলিমা বেগম (৩০) কে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে পল্লবী ৭ নম্বর সেকশনের একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

  তিনি বলেন, ধারণা করা হচ্ছে শনিবার (২৮ জানুয়ারি) রাতের যে কোনো সময় পারিবারিক কলহের জের ধরে তাসলিমা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন নূরে আলম।

তবে ঘটনার পর থেকেই স্বামী নূরে আলম পলাতক রয়েছেন।

পল্লবীতে তারা ভাড়া বাসায় থাকতেন তারা। তাসলিমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং তিন সন্তানের জননী।

দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাক‍া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এজেএস/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।