ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ মো. ইউসুফ আলী নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখার পুলিশের সহকারী উপপরিদর্শক (এসআই) কে এম রিয়াজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

পুলিশ জানায়, শনিবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার নাগরমহল খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এক সংবাদের ভিত্তিতে নাগরমহল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. ইউসুফ আলীকে আটক করা হয়েছে। পরে তার শরীরে তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিএসকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।