রোববার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মণ্ডল জানান, ৩১ জন সাঁওতাল সকালে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।
৬ নভেম্বর রাতে পুলিশি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কল্যাণ চন্দ্র চক্রবর্তী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪২ জনের নামে এবং অজ্ঞাতনামা আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসআই