ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে ট্রাক-পিকাপ সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
সেনবাগে ট্রাক-পিকাপ সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মালবাহী ট্রাক ও পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একটি শিশু নিহত (০৪) হয়েছে। এঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী মহাসড়কের তিন পুকুরিয়ার এলাকার মুক্তা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- পিকাপভ্যান চালক সাদ্দাম হোসেন, যাত্রী পান্না বেগম, বাপ্পীসহ পাঁচ জন।

স্থানীয়রা জানায়, দুপুরে নোয়াখালী-ফেনী মহাসড়কের তিন পুকুরিয়ার এলাকার মুক্তা ইটভাটার সামনে একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকাপভ্যানের মধ্যে থাকা একটি শিশু নিহত ও পাঁচ জন আহত হন। আহতদের উদ্ধার করে ।

সেনবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শফিক বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।