রোববার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী মহাসড়কের তিন পুকুরিয়ার এলাকার মুক্তা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, দুপুরে নোয়াখালী-ফেনী মহাসড়কের তিন পুকুরিয়ার এলাকার মুক্তা ইটভাটার সামনে একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকাপভ্যানের মধ্যে থাকা একটি শিশু নিহত ও পাঁচ জন আহত হন। আহতদের উদ্ধার করে ।
সেনবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শফিক বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এনটি