রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালীন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, ম্যানেজিং কমিটির সদস্য আবুল হাসেম, সহকারী শিক্ষক আবদুল বাতেন, আলতাফ হোসেন, অভিভাবক শাহ আলম, জুলফিকার আলী ভুট্টো ও শিক্ষার্থী মহিন উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ২৬ জানুয়ারি সকাল থেকে উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। ওই সময় স্থানীয় বখাটেরা ছাত্রীদের ইভটিজিং করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা বাধা দেন।
এর জের ধরে বিকেলে স্থানীয় কসাই বাড়ির জহির বাহিনীর প্রধান জহিরের নেতৃত্বে সন্ত্রাসী মাইন উদ্দিন লাতু, মো. বাবর, রুবেলসহ ১৫/২০ অস্ত্রধারী বিদ্যালয়ের ম্যানেজিং সদস্য ও শিক্ষকদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে ক্রীড়া প্রতিযোগিতা পণ্ড করে দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা বিদ্যালয়ে ভাঙচুর করে শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।
শিক্ষার্থীদের ইভটিজিং ও এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করেছেন ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরবি/আরএ