রোববার (২৯ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ আদেশ দেন।
এর আগে বাগেরহাট সদর উপজেলার চর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, বিকেলে চর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সুমনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০টি গাঁজার বিড়ি পাওয়া যায়। সুমন নিজেকে গাঁজা সেবনকারী ও স্থানীয়দের কাছে বিক্রি করে থাকেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকারোক্তি দেন। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরবি/