রোববার (২৯ জানুয়ারি) দুপুরে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত ওই নারী যশোরের বেনাপোল এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকার ইউসেফ টেকনিক্যাল স্কুলের সামনে থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ লিপিকে আটক করে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরদিন বরিশাল মহানগর ডিবি পুলিশের সেই সময়ের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। বরিশাল মহানগর ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক মাসুমুর রহমান ২০১৬ সালের ২৮ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৪ জনের মধ্য থেকে নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএস/এনটি/এসআই