ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুড়ে যাওয়া বিদ্যালয় পরিদর্শনে ক্রাইম সিন প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
পুড়ে যাওয়া বিদ্যালয় পরিদর্শনে ক্রাইম সিন প্রতিনিধি দল পুড়ে যাওয়া বিদ্যালয় পরিদর্শনে ক্রাইম সিন প্রতিনিধি দল-ছবি:বাংলানিউজ

গাইবান্ধা: দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন রাজশাহী ক্রাইম সিনের একটি প্রতিনিধি দল।

এসময় তারা আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয়ের আসবাব ও বইসহ কাজপত্রের আলামত সংগ্রহ করেন।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে পুড়ে যাওয়া বিদ্যালয় পরিদর্শন করেন এ প্রতিনিধি দল।

এর আগে, গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ও জেলা প্রশাসক আব্দুস সামাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্তনা দেন।

এসময় জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম (বিপিএম, সেবা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীয়া জাহান ফেরদৌসী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান, কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম উপস্থিত ছিলেন।

দ্রুত বিদ্যালয়টি চালু করার বিষয়ে প্রশাসনের পাশাপাশি সব প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, কীভাবে আগুন দেওয়া হয়েছে তা তদন্ত করছে ক্রাইম সিনের ইউনিট। এছাড়া তারা ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ঘিরে রেখেছেন। একই সঙ্গে তারা আলামতও সংগ্রহ করেছেন।

২০০৩ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের সহায়তায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বৃহস্পতিবার গভীর রাতে গণ উন্নয়ন একাডেমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ে অফিস কক্ষসহ ৭টি ক্লাস রুম পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া আগুনে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্টেশন কার্ড, আসবাবপত্র, শিক্ষা সরঞ্জাম ও অফিস কক্ষের আলমারিতে রাখা ১২ বছরের অন্তত ২০ হাজার স্কুল সাটিফিকেট এবং নম্বরপত্র পুড়ে গেছে। এতে প্রায় কাটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।