ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা 

ফেনী: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। 

রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমান খানের আদালতে মামলাটি করা হয়।  

মামলার বাদী নিজাম হাজারী এমপি জানান, ২৩ জানুয়ারি ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত ডেইলি অবজারভারে তিনিসহ (নিজাম হাজারী) তিন এমপিকে মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়।

এতে তার সম্মান ক্ষুণ্ন হওয়ায় ইকবাল সোবহান চৌধুরী ও সংশ্লিষ্ট রিপোর্টার মামুনুর রশীদের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী আনোয়ারুল কবির ফারুক বলেন, আদালত বাদীর বক্তব্য শুনে মামলাটি গ্রহণ করেছেন। এর প্রেক্ষিতে ২ ফেব্রুয়ারির মধ্যে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরীকে বিচারকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।