রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান।
এ সময় আনোয়ার হোসেন খান বলেন, আমাদের সমাজে যারা সামর্থ্যবান আছি তারা যদি প্রত্যেকে আমাদের আশেপাশের অসহায় ও ছিন্নমুল মানুষগুলোর পাশে দাঁড়াই তবে আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না।
‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসআরএস/বিএস