ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর একটি ওজন স্টেশন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বঙ্গবন্ধু সেতুর একটি ওজন স্টেশন বন্ধ

টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতুতে নাভানা কোম্পানির একটি লরির ধাক্কায় পূর্ব দিকের ওজন স্টেশনের কার্ডিনাল বুথ ভেঙে গেছে। এসময় বুথে দায়িত্বপালনকারী কম্পিউটার অপারেটর আব্দুল লতিফ গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুল লতিফকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুতে কর্মরত একাধিক কর্মকর্তা বাংলানিউজকে জানান, বুথটি পুরোপুরি ভেঙে যাওয়ার পর কোনো রড দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, রড ছাড়া শুধু সিমেন্ট দিয়ে কার্ডিনাল বুথটি নির্মাণ করার ফলে অল্প থাক্কাতেই তা ভেঙে গেছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকেই পরিবহনের ওজন মাপার কাজ বন্ধ রয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহত আব্দুল লতিফের অবস্থা গুরুতর। এ ঘটনায় নাভানার লরিটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের (বিবিএ) সহকারী প্রকৌশলী মো. ওয়াশিম আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।