ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উলিপুরে ১০ শিক্ষার্থীর মুখ পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
উলিপুরে ১০ শিক্ষার্থীর মুখ পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি উলিপুরে ১০ শিক্ষার্থীর মুখ পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি-ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: চুনে কুড়িগ্রামের উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর মুখ পুড়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনা তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমারকে প্রধান করে কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব ও উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের।

তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে, দুপুরে উলিপুর উপজেলা শহরের বড় মসজিদ মোড়ে রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পথসভা করেন অভিভাবক ও সচেতন জনগণ।

এসময় বক্তব্য রাখেন-অভিভাবকদের পক্ষে আপন আলমগীর, মমিনুল ইসলাম রতন, আবুল হাসানাত রাজিব, মাসুম করিম ও মতলুবুর রহমান প্রমুখ।

তারা এসময় ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি ও দুর্নীতিবাজ শিক্ষকদের বদলির দাবি জানান।

শনিবার (২৮ জানুয়ারি) বিদ্যালয়টিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে সপ্তম শ্রেণির বিস্কুট দৌড় প্রতিযোগিতা হয়। এতে ময়দা দিয়ে বিস্কুট না ঢেকে পাথুরে চুনের নিচে বিস্কুট রাখা হয়। পেছনে হাত বাঁধা অবস্থায় ছাত্রীরা ফু দিয়ে বিস্কুট তোলার সময় তাদের চোখে মুখে চুন লেগে গেলে তাদের মুখ পুড়ে যায়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।