ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
পাবনায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পাবনা: পাবনার আতাইকুলায় অভি (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পাবনা-ঢাকা মহাসড়কের পাশে শোলাবাড়িয়া মাঠ থেকে মরদেহটি উদ্ধার কর‍া হয়।

অভি শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে ও আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে অভি ঘরে ঘুমাতে যায় ।

ভোরে শোলাবাড়িয়া মাঠে অভির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

অভিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বিএসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।