শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বাংলানিউজকে জানান, কালিয়াকৈর উপজেলার বুনিয়াদি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে কাটা পড়ে ওই নারী মারা যান।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা না গেলেও তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
আরএস/ওএইচ/এমজেএফ