রাজশাহীর খেলোয়াড়দের সংগঠন বৈকালী সংঘ এ পুষ্পমেলার আয়োজন করেছে। আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে পুষ্পমেলা।
সকালে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন।
বৈকালী সংঘের সভাপতি এওয়াইএম মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান।
এদিকে, প্রথম দিন সকালেই পুষ্পমেলায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলা উপলক্ষে সেখানে শিশুদের আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য ও ছড়াগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু বাংলানিউজকে জানান, প্রতিযোগিতায় ‘ক’ শাখায় নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি ও ‘খ’ শাখায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে আবৃত্তি, চিত্রাংকন ও নৃত্য। আর দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ছড়া গানে অংশ নেবে।
মেলার প্রথম দিন শুক্রবার সকালে ‘ক’ ও ‘খ’ শাখার চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ও দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে একই শাখার আবৃত্তি প্রতিযোগিতা। রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ‘ক’ ও ‘খ’ শাখার নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও জানান এ সংগঠক।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এসএস/ওএইচ/আইএ