রাসেল মিয়া দমদমা হাওর গ্রামের রফিক মিয়ার ছেলে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার দমদমা হাওরে মরদেহ দেখে থানায় এবং নিহতের বাড়িতে খবর দেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাতে বাড়ি থেকে বের হন রাসেল। সকালে এলাকার লোকজনের মাধ্যমে ছেলের মরদেহ হাওরে পড়ে আছে জানতে পারেন তার স্বজনরা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, রাসেলকে কে বা কারা হত্যার পর মরদেহ হাওরে ফেলে যায়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধারে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এনইউ/জেডএস