ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির (রুলা) অবয়ব বাড়লেও কার্যক্রম আশানুরূপ হচ্ছে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক সভাপতি বদরুজ্জামান বাদল।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে রুলা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, রুলার অবয়ব বাড়ছে কিন্তু, কর্মকাণ্ড আশানুরূপ হচ্ছে না।
সভা-সম্মেলনের মধ্যেই কাজ করা হচ্ছে। রুলার সদস্য কেবল আইনজীবীরাই হবেন এমনটা নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক যেকোনো ছাত্র বা ছাত্রী রুলার সদস্য হতে পারবেন। কল্যাণমূলক কাজে রুলার অবয়ব বাড়াতে হবে। নয়তো রুলা যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিলো তা বাস্তবায়ন কঠিন হবে।
সংগঠনের সহ-সভাপতি আমিনুল হক বলেন, রুলা তাদের ঐতিহ্য ধরে রেখে কাজ করছে। আমরা রুলা নিয়ে গর্বিত। রুলা তাদের পরিধি সামনে আরো বাড়াবে। কাজ করবে মানুষের কল্যাণে।
এ সময় রুলার অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর সবুর, আমিনুল ইসলাম হেলাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
ইউএম/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।