শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার কাদিমপুর গ্রামের আসাদের ছেলে সাইদ হোসেন (২৮) ও নাহিদ হোসেন (২৫)।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কাদিমপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সাইদ ও নাহিদে বাড়ি থেকে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৪ হাজার টাকা।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এজি