শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহিনুর বেগম ওই গ্রামের লিচু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, শাহিনুরের সঙ্গে দেবপুর গ্রামের আনার মিয়ার জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। দুপুরে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে আনার মিয়ার সঙ্গে শাহিনুরের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আনার মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে শাহিনুরের মাথায় আঘাত করে। এতে শাহিনুর বেগম ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, শহিনুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনার নিহতের পরিরের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এনটি