আশুলিয়ায় কৃষকের মরদেহ উদ্ধার
আশুলিয়া, সাভার: আশুলিয়ার গাজীরচট এলাকার একটি সবজি ক্ষেত থেকে সরুজ মিয়া (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সরুজ মিয়া আশুলিয়ার কাঠগড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সরুজ মিয়া গাজীরচট এলাকায় কয়েক বিঘা জমি লিজ নিয়ে সবজি চাষ করতো। তিনি সবজি ক্ষেত পাহারা দেওয়ার জন্য একটি ছাউনি তৈরি করে রাতে সেখানেই থাকতেন।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাতে সরুজ মিয়া সেখানে ঘুমাতে যান। এরপর দুপুরে স্থানীয়রা সবজি ক্ষেতে গিয়ে সরুজ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতাল মর্গে পাঠায়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এজি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।