মন্ত্রী বলেন, আজ যে মাঠটি উদ্বোধন করা হলো এ মাঠটি একসময় আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিণত হবে। স্টেডিয়ামে যাতায়াতের সুবিধার্থে প্রশস্ত করা হবে রাস্তা।
তিনি বলেন, আমাদের প্রথম কাজ দখল-দূষণ রোধ করা। ইতোমধ্যে আমরা কেরানীগঞ্জের সব খালের ছবি ড্রোনের মাধ্যমে তুলে ভিডিওচিত্র তৈরি করেছি। সে ভিডিওচিত্রের আলোকে সার্ভে করে খালের ওপর অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হানিফ ভূইয়া, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ও শিউলি রহমান তিন্নী।
এছাড়াও উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম ও কেরানীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এনটি/এএ