ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাদক নির্মূলে খেলাধুলায় জোর দিতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
মাদক নির্মূলে খেলাধুলায় জোর দিতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): মাদক নির্মূল করতে খেলাধুলার ওপর জোর দেওয়ায় গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় অধ্যাপক হামিদুর রহমান স্টেডিয়াম ও কেরানীগঞ্জ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আজ যে মাঠটি উদ্বোধন করা হলো এ মাঠটি একসময় আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিণত হবে। স্টেডিয়ামে যাতায়াতের সুবিধার্থে প্রশস্ত করা হবে রাস্তা।

তিনি বলেন, আমাদের প্রথম কাজ দখল-দূষণ রোধ করা। ইতোমধ্যে আমরা কেরানীগঞ্জের সব খালের ছবি ড্রোনের মাধ্যমে তুলে ভিডিওচিত্র তৈরি করেছি। সে ভিডিওচিত্রের আলোকে সার্ভে করে খালের ওপর অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হানিফ ভূইয়া, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ও শিউলি রহমান তিন্নী।

এছাড়াও উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম ও কেরানীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এনটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।