ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিশুদের উপযোগী করে এলো বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
শিশুদের উপযোগী করে এলো বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ শিশুদের উপযোগী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ‘মুজিব গ্রাফিক নভেল’-ছবি-বাংলানিউজ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী এবার শিশুদের উপযোগী করে বের করা হলো। তবে এর নাম দেওয়া হয়েছে ‘মুজিব গ্রাফিক নভেল’। অনেকটা কমিক আকারে সংলাপের মাধ্যমে ও গ্রাফিক দিয়ে বইটি প্রকাশ করা হয়েছে। রয়েছে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষার উপস্থাপন।

অমর একুশে গ্রন্থমেলায় বইটি সিরিজ আকারে এনেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। প্রতিষ্ঠানটি স্টল নিয়েছে বাংলা একাডেমির মূল চত্বরে।

নজরুল মঞ্চের উত্তর পাশেই। সিআরআই’র স্টল নম্বর ১০০ ও ১০১।

বিক্রয়কর্মী মোহাম্মদ মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, এখন দু’টি খণ্ড পাওয়া যাচ্ছে। তিন নম্বরটি আসবে ১৫ ফেব্রুয়ারি। এরপর সারাবছর ধরেই ‘মুজিব গ্রাফিক নভেল’ বইটির মোট ১২টি খণ্ড আসবে।

শিশুদের মতো করে রচিত বইটি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত। এতে বঙ্গবন্ধুর ছেলেবেলা থেকে শুরু করে সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বঙ্গবন্ধুর কৈশর, দুরন্তপনা, স্কুলজীবন, ফুটবলা খেলা, প্রথম কবে চশমা পড়া শুরু, কি কারণে পড়তেন প্রভৃতি ঘটনাবলী ধারাবাহিকভাবে গ্রাফিক সহ বর্ণনা করা হয়েছে।

এছাড়া প্রথম কবে প্রতিবাদ করলেন, মারামারি করলেন, জেলে গেলেন কিংবা শের-ই-বাংলা একে ফজুলল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে কিভাবে তার যোগাযোগ এসবও উঠে এসেছে বইটিতে।
বইমেলায় ‘মুজিব গ্রাফিক নভেল’ বইটি দেখছে শিশুরাঅন্যদিকে বঙ্গবন্ধু কিভাবে কলকাতা ইসলামিয়া কলেজে কখন ভর্তি হলেন, সেখানে কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়ালেন, মুসলিম লীগে কিভাবে তার নেতৃত্ব বিকশিত হতে লাগলো; সবকিছু ছাপিয়ে এক অবিসংবাদিত নেতা কিভাবে জন্ম নিলেন তার সবই রয়েছে ‘মুজিব গ্রাফিক নভেল’ বইটিতে।
 
বইটির প্রচ্ছদও মনকাড়া। রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ এর প্রকাশক। সম্পাদনা করেছেন শিবু কুমার শীল। কাহিনী বিন্যাস ও সংলাপ রচনা করেছেন সিদ্দিক আহমেদ।

বইটির প্রতি শিশুদের আগ্রহও লক্ষ্য করা গেছে। আবার বাবা-মাও বইটি নেড়েচেড়ে দেখে কিনতে সম্মত হচ্ছেন। শিশু অন্তুকে স্টলে এসেই ‘মুজিব গ্রাফিক নভেল’ বইটি হাতে নিতে দেখা গেল। বাবা আমজাদ হোসেনকে বলতেই বইটি কিনে নিলেন।
 
আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী এভাবে বের করে খুব ভালো একটি কাজ হয়েছে। কেননা, আত্মজীবনী তো আর ছোটরা বুঝতে পারবে না। এই বইটিতে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এতে সহজেই জাতির পিতাকে শিশুরা বুঝতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭

ইইউডি/আরআর/এসএইচ
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।