ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৩ দিনের সফর শেষে ফিরলেন মাহমুদ আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
৩ দিনের সফর শেষে ফিরলেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (ফাইল ফটো)

ঢাকা: তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদ আব্বাসকে বিদায় জানান।

এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

গত বুধবার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঢাকায় আসেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মাহমুদ আব্বাসকে ফুলেল অভ্যর্থনা, ছবি: সংগৃহীতএ সফরে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে দুই ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আন্তঃসরকার যৌথ কমিটি বিষয়ক এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপস্থিতিতে এ স্মারকে সই করেন বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী ও ফিলিস্তিনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।

আরও পড়ুন..

** ফিলিস্তিনের সঙ্গে সমঝোতা, ইসরায়েলের নিন্দা শেখ হাসিনার

** দুই ভ্রাতৃপ্রতীমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
** প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাহমুদ আব্বাস

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
কেজেড/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।