ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ১০

বরিশাল: বরিশাল নগরের চৌমাথা এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি হুইলার) সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঝর্না রানী, বাচ্চু, মাসুম, মজিবরসহ সাত জন।

তাদের প্রত্যেককে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে চৌমাথায় একটি বাসের সঙ্গে নথুল্লাবাদগামী একটি মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা চালকসহ বেশকয়েক জন যাত্রী আহত হন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।