ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬ ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬-ছবি : বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সনাতনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০), খেদের আলীর ছেলে হুমায়ন কবীর (৩০), জিহাদ আলী (২০), মৃত বদর উদ্দিনের ছেলে মোস্তফা আলী (৫৫), আনোয়ার বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৩) ও মৃত আব্দুল খালেকের ছেলে ইউসুফ বিশ্বাস (৫০)। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাড়িকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আলী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সনাতনপুর গ্রামের রাজা ও আকমল মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন।

এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
আরবি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।