শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে নড়াইল-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবিবর যশোরের মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বাংলানিউজকে জানান, দুপুরে যাত্রী নিয়ে থ্রি-হুইলারটি যশোর থেকে নড়াইলের বামনহাট গ্রামে একটি বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিল। পথে চাচড়া এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে থ্রি-হুইলারটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক তবিবর মারা যান। এসময় আহত হন ছয়জন।
খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
আরবি/