ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
খাগড়াছড়িতে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৮ খাগড়াছড়িতে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৮

খাগড়াছড়ি: খাগড়াছড়ি আলুটিলা পর্যটন এলাকায় ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় ও ১৫ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টার দিকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় ববি চাকমা নামে আরেকজনের মৃত্যু হয়।

এছাড়া দুর্ঘটনায় ববির মা ও ছোট বোনও মারা গেছেন বলে জানা যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হানান বাংলানিউজকে জানান, বিকেলে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

** খাগড়াছড়িতে ট্রাকচাপায় নিহত ৭

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এজি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।