ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে নকল মবিল কারখানায় আগুন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
সৈয়দপুরে নকল মবিল কারখানায় আগুন

সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরের দেবীগঞ্জে একটি নকল মবিল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মেরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই মিল চাতালের সঙ্গে সামিউল নামে এক ব্যক্তির একটি নকল মবিল তৈরির কারখানা গড়ে তোলেন।

সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নেভাতে সৈয়দপুরসহ চিরিরবন্দর, দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।