শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার বেংহারি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- পাবনার কাশিনাথপুর এলাকার মো. রঞ্জু (৫৪) ও একই এলাকার মাসুদ (২৪)।
স্থানীয়রা জানান, পাবনা জেলার মাদক ব্যবসায়ীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বোদা উপজেলার মাড়েয়া ও বেংহারি এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক কেনাবেচা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারি র্যাব-১৩ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব সদস্যরা।
নীলফামারি র্যাব-১৩ এর এএসপি শাহিন কবীর বাংলানিউজকে জানান, আটকদের নীলফামারি র্যাব কার্যালয়ে নেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এজি/এমজেএফ