ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বোদায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বোদায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) এর সদস্যরা।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার বেংহারি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- পাবনার কাশিনাথপুর এলাকার মো. রঞ্জু (৫৪) ও একই এলাকার মাসুদ (২৪)।

স্থানীয়রা জানান, পাবনা জেলার মাদক ব্যবসায়ীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বোদা উপজেলার মাড়েয়া ও বেংহারি এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক কেনাবেচা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারি র‌্যাব-১৩ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন র‌্যাব সদস্যরা।
 
নীলফামারি র‌্যাব-১৩ এর এএসপি শাহিন কবীর বাংলানিউজকে জানান, আটকদের নীলফামারি র‌্যাব কার্যালয়ে নেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
‌এজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।