শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। বাদল ঢাকার দোহা উপজেলার বাড়েরা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাদলের পায়ের মোজা থেকে ৫শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় বাদলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
আরবি/