ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সমকাল সুহৃদ সমাবেশ। ছবি: বাংলানিউজ

সিলেট: সিরাজগঞ্জে দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে সমকাল সুহৃদ সমাবেশ।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখা।

সুহৃদ সমাবেশের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একই কর্মসূচি পালিত হয়েছে।



সিলেটের কর্মসূচিতে সাংবাদিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে সাংবাদিক শিমুলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, অতীতে পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার না হওয়ায় সন্ত্রাসী-দুর্বৃত্তরা বেপরোয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মামলা, হামলা, নির্যাতন, হয়রানির শিকার হতে হয়। তারপরও সাংবাদিকরা দেশ, জাতি ও সমাজের অসংগতি, ত্রুটি, বিচ্যুতি তুলে ধরে মানুষের অভাব-অভিযোগের কথা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সিকান্দর আলী, বাফুফের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোকাদ্দেস বাবুল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।

সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুর পরিচালনায় ও সিলেট জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সুব্রত বসুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবদুল মালিক জাকা, শামসুল ইসলাম শামীম, শাহাব উদ্দিন শিহাব, এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক) সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ গুলজার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি তেরাজ উদ্দিন নাজিম, সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, অনাবিল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুদীপ বৈদ্য, সাংবাদিক নাজমুল কবির পাবেল, আশরাফুল কবির, গুলজার আহমদ, শংকর দাস, ইয়াহইয়া ফজল, ইয়াহইয়া মারুফ, রাহুল তালুকদার পাপ্পু, দীপু বৈদ্য, মো. মনিরুজ্জামান রনি, রুহিন আহমদ, অসমিত নন্দী মজুমদার অভি, মো. আবদুল আহাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনইউ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।