ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে চার দিনব্যাপী আবাসন মেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
নারায়ণগঞ্জে চার দিনব্যাপী আবাসন মেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সব পেশার মানুষের জন্য নিরাপদ ও আবাসস্থল নিশ্চিত করার লক্ষ্যে চার দিনব্যাপী আবাসন মেলা- ২০১৭ শেষ হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) মেলার শেষ দিনে দর্শনার্থী ও ক্রেতার সমাগমের মধ্য দিয়ে এ মেলা সম্পন্ন হয়।

এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

২৩টি প্রতিষ্ঠানের ২৮টি স্টলে বিভিন্ন হাউজিং কোম্পানি এবং রিয়েল এস্টেট কোম্পানি মেলায় অংশ নেয়।

আয়োজকরা জানান, সব শ্রেণীপেশার মানুষ যেন তাদের পছন্দ অনুয়ায়ী নিজস্ব আবাসন গ্রহণ করতে পারে এবং আবাসন সম্পর্কে ভালোভাবে জানতে পারে সেজন্য এ মেলায় আয়োজন করা হয়েছিল। এ মেলায় প্রায় প্রতিটি স্টলেই ছিল বিশেষ মূল্যছাড় এবং কিস্তিতে ও এককালীন সুবিধায় ফ্ল্যাট ও জমি ক্রয়ের সুবিধা। সবার উৎসাহ পেয়েছি। আমরা প্রতি বছরই এমন মেলা আয়োজন করবো।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।