ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

‘দেশে প্রতিদিন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ৩৩৪ জন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
‘দেশে প্রতিদিন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ৩৩৪ জন’

ঢাকা: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস। প্রতিরোধের মাধ্যমে ক্যান্সার রোগীর সংখ্যা কমিয়ে আনা এবং উন্নত চিকিৎসা নিশ্চিতের শপথ নেওয়া হয় দিবসটিতে।

বিশেষজ্ঞরা বলেন, শরীরের যে কোনো অঙ্গেই এ রোগ হতে পারে। সারাবিশ্বে মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ এ ক্যান্সার।

বাংলাদেশে প্রতিদিন নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ৩৩৪ জন। আর মারা যাচ্ছেন প্রায় ২৫০ জন রোগী।

‘আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) অনুমিত হিসাব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে ১ লাখ ২২ হাজার (প্রতিদিন ৩৩৪) মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন, মারা যান ৯১ হাজার মানুষ (প্রতিদিন ২৫০)।

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনকোলজি বিভাগ, হেমাটোলজি বিভাগ, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের যৌথ উদ্যোগে সকালে এ এবং বি ব্লকের মধ্যবর্তী স্থান বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, অনকোলজি (ক্যান্সার) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলম, উপ-রেজিস্ট্রার ও অনেকালজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিভাগ, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগসহ সংশ্লিষ্ট সব বিভাগগুলোর কার্যক্রম আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা দেওয়া হবে।

এর একটাই লক্ষ্য, তা হলো ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য যাতে বিদেশে যেতে না হয় এবং দেশেই সহজে ও সুলভে ক্যান্সারে আক্রান্ত রোগীরা সঠিক ও উন্নতমানের চিকিৎসা সেবা পান।

বিশ্বব্যাপী ক্যান্সারের প্রভাব কমানোর সচেতনতাকে সামনে রেখে, এ্যাপোলো হসপিটালস ঢাকা এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।

সকালে ৠালি ছাড়াও দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে ক্যান্সারে আক্রান্ত রোগী, স্থানীয় জনগণ ও বিভিন্ন করপোরেট হাউজের কর্মকর্তাদের নিয়ে একটি সচেতনতামূলক স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রেডিয়েশন অনকোলজির সিনিয়র কনসালটেন্ট ডা. কৈলাশ চন্দ্র মিশ্র, এ্যাডাল্ট হেমাটোলজির কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ্, নিউক্লিয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলুল কবীর এবং হিস্টোপ্যাথোলজির সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর অধ্যাপক ডা.তারিক-আল-নাসির ক্যান্সার রোগ ও সচেতনতা বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এমএন/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।